parbattanews

বান্দরবান পৌর নির্বাচনে জাবেদ ধানের শীষের প্রার্থী: মনোনয়ন ফরম নিলেন বিএনপি নেতা নাছিরও

আসন্ন চতুর্থ দফায় পৌর নির্বাচনে বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মেয়র পদে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র ও বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা। আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিএনপির মনোনয়ন বোর্ড মোট ৫২জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মোহাম্মদ জাবেদ রেজা ছাড়াও পৌর বিএনপি নেতা নাছিরুল উদ্দিন চৌধুরীও মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এই দুই সম্ভাব্য মেয়র প্রার্থী দুই মেরুর হিসেবে পরিচিত। জাবেদ রেজা মা ম্যাচিং গ্রুপের এবং নাছির উদ্দিন সাচিং প্রু জেরী গ্রুপের। তবে শেষ পর্যন্ত নাছির উদ্দিন বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে থাকবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মাঝে।

জানা গেছে, বান্দরবান জেলা বিএনপি দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। ২০১৫ সনের পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে এই বিরোধ তীব্র আকার ধারণ করে। পৌর নির্বাচনের সেই পুরনো বিরোধ এবার আরও গভীর হবে কিনা এমনই প্রশ্ন তোলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বান্দরবান পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের ইসলাম বেবী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলো জাতীয় পার্টির মিজানুর রহমান বিপ্লব। তিনি পেয়েছিলেন ৪ হাজার ৪৫৮ ভোট এবং বিএনপির মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩ হাজার ৪১৫ ভোট।

Exit mobile version