parbattanews

জার্মান সরকারের সহযোগীতায় রামুতে সংস্কৃতি ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন

pic-55644

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু কাউয়ারখোপ উখিয়ার ঘোনা এলাকায় জার্মান সরকারের আর্থিক সহযোগীতায় নির্মিত বৌদ্ধ বিহার সংস্কৃতি ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কেন্দ্র মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. ফার্দিনান্দ ফন ভাইহে। তিনি বলেন, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। পৃথিবীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে জার্মান সরকার সহযোগীতা দিয়ে যাচ্ছে।

তেজবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্যমিত্র ভিক্ষুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন  সংস্কৃতি ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কেন্দ্রের  উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক অধ্যাপক পরিক্ষিৎ বড়ুয়া টুটুন, বাংলাদেশ ইনিস্টিটিউট অফ থিয়েটার আর্টস (বিটা) সমন্বয়কারি এইচ আর এস পিনাকী দাশ, মোর্শেদ হেলাল, মৃত্যুঞ্জয় সেন গুপ্ত, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ছড়াকার দর্পণ বড়ুয়া, মানবাধিকার  কমিশন ও কনকার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালি, বিহার পরিচালনা কমিটির পক্ষে হেমেন্দ্র বড়ুয়া প্রমূখ। সার্বিক পরিচালনায় ছিলেন সুদর্শন বড়ুয়া ও তপন বড়ুয়া।

Exit mobile version