parbattanews

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

খাগড়াছড়িতে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোভ সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ’বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সে সাথে সাজানো মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮১ নেতাকর্মীকে দেওয়া বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।

এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

পরে পুলিশ বেস্টনীর আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, মোসলেম উদ্দিন, মংসাথোয়াই চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আহসান উল্লাহ মিলন, সাধারণ সম্পাদক জহির আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version