parbattanews

জীবাণুনাশক স্প্রে করলো পানছড়ির সাঁওতাল পাড়া ও ফুটবল একাডেমির যুবরা

নোবেল করোনা (কোভিড-১৯) ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে পানছড়ির সাঁওতাল পাড়া ও ফুটবল একাডেমির যুবরা।

বৃহষ্পতিবার ও শুক্রবার (২৭ মার্চ) সাঁওতালপাড়া, কলোনীপাড়া ও টিএন্ডটি এলাকার শরিফুল ইসলাম, কাবির ফয়সাল, রহিম, তুহিন, মেহেদি, রাকিব ও শামীম হোসেন অপুর নেতৃত্বে করা হয় জীবাণুনাশক স্প্রে সাথে বিতরণ হয় লিফলেট। এটা চলমান থাকবে বলে তারা জানায়।

এদিকে শুক্রবার সকাল থেকেই পানছড়ি ফুটবল একাডেমির ফুটবল তারকারা জীবাণুনাশক স্প্রে করেছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে।

ক্যাপ্রুচাই মারমা ও রিপন চৌধুরীর নেতৃত্বে ৬টি স্প্রে মেশিন দিয়ে যানবাহনসহ সড়কের আশ পাশ এলাকায় স্প্রে করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন ও যুব রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও উচ্চ বিদ্যালয় শিক্ষক মোফাজ্জল হোসেন যুবদের এসব সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

Exit mobile version