parbattanews

জুমার নামাজে ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিলেন ছাত্রলীগ নেতা

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বিভিন্নস্থানে জুয়াড়িদের উৎপাত বেড়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, জুয়া খেলার জন্য এসব স্থানকে বেঁচে নিচ্ছে বখাটেরা।

এসব কর্মকাণ্ডের ক্ষুব্ধ হয়ে জুয়াড়ি ও ইয়াবা সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন, গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরার দিনে জুমার নামাজ পরবর্তী গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্যে হাফিজুল ইসলাম চৌধুরী বিলেন, দিন দিন জুয়াড়িতের উৎপাত সহ্যের বাইরে চলে গেছে। অনেক তরুণ এখন ইয়াবা আসক্ত হচ্ছে। এ ব্যাপারে বাবা-মাকে তদারকি করতে হবে। পবিত্র আল কোরআনের আয়াত উল্লেখ করে তিনি আরও বলেন, প্রত্যেককে সৎ কাজের আদেশ, এবং অসৎ কাজের বাঁধা দিতে হবে। সামাজিকভাবে জুয়া এবং ইয়াবা আসক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে হবে।

এদিকে তরুণ রাজনীতিক হাফিজুল ইসলাম চৌধুরীর এমন বক্তব্য ও ঘোষণা শুনে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version