parbattanews

জেএসএস মূল এর অপহরণ করা গাড়ি উদ্ধার কর‌লো সেনাবাহিনী

বান্দরবানে জেএসএস (মূল) এর অপহরণ করা এক‌টি গাড়ি উদ্ধার করে‌ছে সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় বান্দরবান সদ‌রের কুহালং এর চিংলুই পাড়া থে‌কে বান্দরবান জোন পরিত্যক্ত অবস্থায় গা‌ড়ি‌টি উদ্ধার ক‌রে তা প্রকৃত মালিক বুঝি‌য়ে দেয়।

‌সেনাবা‌হিনী জানায়, ‌কিছু‌দিন আ‌গে গোয়েন্দা সূত্রে খবর পে‌য়ে সেনাবাহিনী অপারেশন চালি‌য়ে চালক আল আমিন (৩০) ‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে। কিন্ত‌ু সে‌দিন সন্ত্রাসীরা গাড়িটির জিপিএস ট্র্যাকার খুলে ফেলার কার‌নে গাড়ির সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে গতকাল শুক্রবার সকালে বান্দরবান জোন (৫‌বেঙ্গল) সদর হতে ভিক্টরি টাইগার্স ৫ই বেঙ্গল এর নেতৃত্বে পরিচালিত অপারেশনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করে বান্দরবান জোন সদরে নিয়ে আসা হয়। প‌রে গাড়িটি তার প্রকৃত মালিক মোহাম্মদ জিয়াউল হক এর কা‌ছে হস্তান্তর করে সেনা জোন (৫‌বেঙ্গল)।

এ‌বিষ‌য়ে চালক আল আমিন বলেন, পিকআপ বোঝাই খড় নিয়ে বালাঘাটার উদ্দেশ্যে আসছিলাম, পথিমধ্যে জেএসএস সন্ত্রাসী বাহিনী রাস্তায় আমার গাড়ি আটকে দেয় এবং আমাকে মারপিট করে। প‌রে তারা আমার গাড়িটি নিয়ে চলে যায়। তি‌নি ব‌লেন, গাড়ির প্রকৃত মালিক বান্দরবান বালাঘাটার আবদুল মাবুদ এর ছেলে জিয়াউল হক।

Exit mobile version