parbattanews

জেলার শ্রেষ্ঠ জননী হলেন চকরিয়ার লাকী

চকরিয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন শ্রীমতি রুপনা দাশ লাকী।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।

রোববার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা প্রশাসক মো. কামাল হোসেন লাকীর হাতে এ সম্মাননা তুলে দেন। শ্রীমতি রুপনা দাশ লাকী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার বাসিন্দা। তিনি জেলার নারী সংগঠন কর্মনীড়ের নির্বাহী সদস্য।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী জয়িতা হয়েছেন তিনি। দুই ছেলেমেয়েকে মাস্টার্স পাস করিয়ে স্বাবলম্বী করেছেন তিনি। তার এ অসামান্য অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ জয়িতা হওয়ায় কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম অভিনন্দন জানিয়েছেন।

Exit mobile version