parbattanews

জেলা পরিষদে প্রতিনিধিত্ব বঞ্চিত পেকুয়া ৪ নং ওয়ার্ড

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা পরিষদ প্রতিনিধিত্ব বঞ্চিত হওয়ায় পেকুয়া ৪ নং ওয়ার্ড’র জনপ্রতিনিধিদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। এনিয়ে জনমনে শুধু নানান প্রশ্ন এবং বিরাজ করছে চাঁপা ক্ষোভ ও উত্তেজনা।

জানা যায়, সরকারের নির্দেশনায় গত ২৮ ডিসেম্বর সারাদেশে নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করে। এসময় পেকুয়ায় চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন হলেও উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হয়ে যায় সাধারণ ওয়ার্ডের (পুরুষ) সদস্য পদের নির্বাচন।

খোঁজ নিয়ে জানা গেছে, পেকুয়ায় জেলা পরিষদ নির্বাচনের সাধারণ ওয়ার্ড (পুরুষ) সদস্য পদে জাতীয় পার্টি(এরশাদ) সমর্থিত প্রার্থী জাপা নেতা বিডিআর(অব.) মো. জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধতার জটিলতা ও তার সার্বিক নির্বাচনী প্রস্তুতি প্রচার প্রচারণায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতা ও অবিচারের কথা জানিয়ে উচ্চ আদালতে পৃথক রীট পিটিশান দাখিলের জের ধরে এ পদের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখে স্থানীয় প্রশাসন।

পেকুয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা কোন সদুত্তর দিতে পারেননি।

Exit mobile version