parbattanews

জেলা পরিষদ সংশোধনী বিল সংসদে পাশের প্রতিবাদ দীঘিনালায় জনসংহতি সমিতির বিক্ষোভ

Dighinala JSS Pic 25.11.14

দীঘিনালা প্রতিনিধি:

তিন পার্বত্য জেলা পরিষদের আইনের সংশোধনী বিল সংসদে পাশের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে করেছে দীঘিনালা উপজেলা জনসংহতি সমিতি (জেএসএস)।
মঙ্গলবার সকাল ১০টায় দীঘিনালার লারমা স্কয়ারস্থ জেএসএস কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার লারমা স্কয়ার মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

জনসংহতি সমিতি (জেএসএস) দীঘিনালার সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে ও যুব সমিতির সাধারন সম্পাদক সুজন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসাসহ আরো অনেকে।

বক্তারা তিন পার্বত্য জেলা পরিষদ আইনের বিল সংসদে পাশ হওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, জুম্ম জনগণের উন্নয়নের নাম করে পাহাড়ে সরকারী দলের লোকেরা লাভবান হয়েছে। পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন না হলে আবারও পাহাড়ে অশান্তি সৃষ্টির জন্য সরকার দায়ী থাকবেন বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রসঙ্গত, রবিবার জাতীয় সংসদে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদ সংশোধনী বিল- ২০১৪ সংসদে পাশ হয়। বিলটি সংসদে পাশ হওয়ায় তিন পার্বত্যজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে রদবদল আসবে।

Exit mobile version