জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করল খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত কৃষকরা

paddy pic 02

খাগড়াছড়ি সংবাদদাতা:

সম্প্রতি কালবৈশাখির ঝড়ে খাগড়াছড়ির গোলাবাড়ির প্রায় ১০একর ব্যুরো ধানের ফসল নষ্ঠ হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা আজ সোমবার দুপুরে নুয়ে পড়া ধান নিয়ে জেলা প্রসাশকের কাছে দেখা করে সরকারী ত্রাণ পাওয়া আবেদন করে। তাদের দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেন জেলা প্রশাসক মাসুদ করিম। পরে তাদের আর্থিক সহোযোগিতা করার আশ্বাস দেন।

গোলাবাড়ির ক্ষতিগ্রস্ত কৃষক রিফু মগ, ও মংসাই মগ জানান, একমাত্র আয়ের উৎস চার কানি জমিতে ধান আবাদ করি। কিন্তু গত সপ্তাহের ঝড়ে শিলাবৃষ্টি হওয়ায় আমাদের সব ফসল একেবারেই নষ্ট হয়ে যায়। বর্তমানে কোন উপায় না দেখে জেলা প্রশাসকের কাছে এসেছি । স্যারের সাথে আমরা প্রায় ২০জন কৃষক দেখা করেছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন