parbattanews

জেল হত্যা দিবস উপলক্ষে পেকুয়ায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভা

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
পেকুয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভার দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় আলহাজ কবির আহম্মদ চৌধুরী (পেকুয়া) বাজারস্থ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে কাইছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ও জেলা আ’লীগের সিনিয়র সদস্য এস.এম গিয়াস উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি হেফাজ উদ্দিন নয়ন।

তফসিরুল ইসলাম এর পরিচালানায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক পরিমল কান্তি দাশ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম নুরুল আবছার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মন্নান, সু-চিন্তা ফউন্ডেশনের পেকুয়া উপজেলা আহবায়ক এড.রাশেদুল কবির।

এতে বক্তব্য রাখেন মোহাম্মদ কাইয়ুম উদ্দিন, এম. রুবাইদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুখ আজাদ ও মিনহাজুল ইসলাম রানা। সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ সর্ব সম্মতিক্রমে পেকুয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের উপজেলা আহবায়ক কমিটি গঠন করেন। এতে আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ও এম. রুবাইদুল ইসলামকে যুগ্ন-আহবায়ক করে জেলা কমিটির সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Exit mobile version