parbattanews

জোয়ারিয়ানালায় সন্ত্রাসী হামলায় আহত ১: নগদ টাকাসহ মালামাল লুট

ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইলিশিয়া পাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় এক প্রবাসী গুরুত্বর আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা নগদ টাকা, দামি মোবাইল, স্বর্ণাংলকার লুট করেছে। এ ব্যাপারে রামু থানা লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ২ জুলাই শবের কদরের দিন রাতে কক্সবাজার শহর থেকে স্ত্রীর স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে ইলিশিয়া পাড়া রাবার ড্যামের পামে ব্রিজের ওপর পৌঁছলে একদল দুর্বৃত্ত মটর সাইকেল গতিরোধ করে ছলিম উল্লাহ (৩২) এলোপাতাড়ি মারধর করে। এ সময় ছলিম উল্লাহ গুরুত্বর আহত হন। সে জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ি এলাকার নুর আহম্মদের ছেলে। এদিকে আত্মীয় স্বজন ও এলাকাবাসী আহত ছলিম উল্লাহকে মুমূর্ষ অবস্থায় রামু হাসপাতালে নিয়ে যায়।

আহত ছলিম উল্লাহ অভিযোগ করেন, পূর্বশত্রুতার আক্রোশে ইলিশিয়া পাড়ার চিহিৃত সন্ত্রাসী শহিদুল্লাহ (২৫) পিতা মো. ছৈয়দ, কলিম উল্লাহ (২৬) পিতা নবী হোসেন প্রকাশ ভুতাইয়া, মো. মনছুর (২৭) পিতা মৃত কাছিম আলী, মো. আবছার (২৫) পিতা মখলজ্জামান, এছার উল্লাহ (২৫) পিতা আবুল হাসেম পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে গাড়ির গতিরোধ গতিরোধ করে এ হামলা করেন। তিনি আরো জানান, হামলাকারিরা তার পালসার গাড়ি ভাংচুর চালায় এবং এরপর তাকে মারধর করে। এ সময় হামলাকারিরা তার পকেটে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, একটি দামি মোবাইলসহ তার কাছে থাকা স্ত্রীর ৫ ভরি স্বর্ণ লুট করে। এ ঘটনায় তিনি রামু থানায় এজাহার করেন বলে তিনি জানান।

Exit mobile version