parbattanews

জোয়ারিয়ানালা পূর্বমোরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Ramu pic (1) 2.4

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার রামু জোয়ারিয়ানালা পূর্বমোরা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলার পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

প্রধান অতিথির বক্তব্যে, রিয়াজ উল আলম, শিক্ষার্থীদের বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। মানুষ স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চেয়েও বড় হয়। মানুষ মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত স্বপ্ন দেখে। কোমলমতি শিক্ষার্থীদের জীবনে স্বপ্ন দেখাটা কেবল শুরু। জীবনে বড় হতে হলে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না।

পূর্বমোরা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক মেম্বার জসিমুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহজাহান লুতু, উপজেলা যুবলীগ নেতা মো. ওসমান, সেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলম। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনচারুল আলম, বিদ্যালয়ের শিক্ষক মো. এমরান, বিপুলা শর্মা, ছালেহা আক্তার, পারভিন আক্তার, স্থানীয় সমাজ সেবক আনার আলী প্রমূখ।

Exit mobile version