parbattanews

জয় চাকমার মৃত্যুতে নানিয়ারচর উপজেলা প্রশাসনের শোক

রাঙামাটির নানিয়ারচরে বজ্রপাতে বুড়িঘাট ইউনিয়ন পরিষদ সচিব জয় চাকমার মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৫ জুলাই) রাতে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তায় জয় চাকমার বিদেহী আত্মার সদগতি ও চির শান্তি কামনা করা হয়।

এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।

এ বিষয়ে ফজলুর রহমান জানান, নিহত জয় চাকমা একজন তরুণ, দক্ষ ও মেধাবী ইউনিয়ন পরিষদ সচিব ছিলেন। তার অকাল মৃত্যুতে বুড়িঘাট ইউনিয়ন ও নানিয়ারচর উপজেলার অপূরণীয় ক্ষতি হলো।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত। শনিবার দুপুরে বুড়িঘাট ইউনিয়ন, নানিয়ারচর সদর ইউনিয়ন, ঘিলাছড়ি ইউনিয়ন, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং বিভিন্ন মহল ফুল দিয়ে শ্রদ্ধা ও তার আত্মার সদগতি কামনা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। শনিবার বিকেল ৩টায় নিহতের লাশ নিজ বাড়িতে দাহ করা হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে জয় চাকমা নিজ বাড়িতে কম্পিউটারে কাজ করেছিলেন এবং মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় বিকট আওয়াজে একটি বজ্রপাতে জয় চাকমা নিহত হন।

Exit mobile version