parbattanews

ঝর্ণার পানিতে ভেসে গিয়ে রুমায় নিখোঁজ জুমচাষীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় ঝর্ণার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পাহাড়ি জুমচাষীক্যউচিং মারমা(৫১)‘র লাশ উদ্ধার করা হয়েছে । রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় সাম্মাঝিরি মুখ এলাকা থেকে  স্থানীয় উদ্ধারকারিরা লাশটি উদ্ধার করেছে।

গত শুক্রবার(৩০সেপ্টেম্বর) জুমঘর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি পাহাড়ি ঝর্ণা পার হবার সময় প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন ক্যউচিং মারমা। সে রুমা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আমতলী পাড়া এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাবার পর থেকে আমতলী, বটতলী ও ছাইপো পাড়ার স্থানীয়রা খক্ষ্যংঝিরি ও সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি শুরু করেছিল। অবশেষে তারা উদ্ধার করেছে লাশটি।

রুমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুর ইসলাম শরিফ জানান, উদ্ধারকৃত লাশটি আইনানুযায়ী পর্যবেক্ষণের পর এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Exit mobile version