parbattanews

ঝিলংজা আর্যবিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Ramu kothin chibor dan-3.jpg

রামু প্রতিনিধি:

কক্সবাজারের ঝিলংজা পশ্চিম বড়ুয়াপাড়া আর্যবিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে । শনিবার এ উৎসবকে ঘিরে অসংখ্য পুর্ণ্যার্থীর পদভারে মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গন। উৎসবে দেশের বিভিন্নস্থানের প্রায় ৪০ জন ভিক্ষু শ্রামণ অংশ নেন।

এ মহতি ধর্মীয় উৎসবে সভাপতিত্ব করেন দক্ষিণ চট্টগ্রামের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের। ধর্মদেশনা করেন, কক্সবাজার পাহাড়তলী উ.কুশল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় থের, জ্ঞানজ্যোতি থের, সৌরবোধি ভিক্ষু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, রিসসো কোসেই-কাই, কক্সবাজার এর চেয়ারম্যান বাবুল বড়ুয়া। সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝিলংজা পশ্চিম বড়ুয়া পাড়া আর্যবিহার পরিচালনা কমিটির সভাপতি নিপু বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন মাষ্টার রাশি মোহন বড়ুয়া। উৎসবে কক্সবাজার, রামু, উখিয়া, টেকনাফসহ জেলার বিভিন্ন স্থানের প্রায় ৪০জন ভিক্ষু শ্রামন অংশ নেন।

Exit mobile version