parbattanews

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে বান্দরবান জেলা পুলিশ সুপার

বাইশারী প্রতিনিধি:

বান্দরবান জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২টি ঝুকিপূর্ণ সহ ৬টি ভোট কেন্দ্র পরির্দশন করেছেন।

এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং স্বচ্ছ। জেলা-উপজেলা সদরের মতো দুর্গম-পাহাড়ি এলাকাতেও কঠোর নিরাপত্তায় সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে, আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা কঠোর নজরদারিত্বে থাকবেন। কেন্দ্রে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ প্রশাসনের এই উধ্বর্তন কর্মকর্তা।

শনিবার(৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বান্দরবান ৩০০নং আসনের বাইশারী ইউনিয়নের কাগজীখোলা, ক্যাংগারবিল, আলীক্ষং, করলিয়ামুরা, বাইশারী সদর, আলীমিয়া পাড়াসহ দুর্গম এলাকা সমূহের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুল ইসলাম, কাগজীখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুল ইসলাম, এস আই মো. বেলাল, এএসআই রুবেল ধর প্রমুখ

Exit mobile version