parbattanews

টইটং ইউপি চেয়ারম্যানের উপর হামলা

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার টইটং ইউপির চেয়ারম্যানের উপর হামলা করার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ৩ অক্টোবর বিকাল ৪ টায় টইটং বাজারস্থ সীমান্ত ব্রীজের পাশে চেয়ারম্যানের মালিকানাধীন চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টইটং সীমান্ত ব্রীজের পশ্চিমের দক্ষিণ পাশে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধূরীর মালিকানাধীন একটি দোকান একই ইউনিয়নের সোনায়াকাটা এলাকার জাফর আলমের পুত্র কালু চায়ের দোকান করার জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা সালামী দিয়ে ভাড়া নেয়। কালু দোকান ভাড়া নেওয়ার পর থেকে অধ্যাবধি পর্যন্ত দোকান মেরামত করার জন্য দোকানের মালিক চেয়ারম্যানকে বার বার জানালেও কোন ব্যবস্থা নেননি।

ঘটনার দিন দোকানের ভাড়াটিয়া দোকান মেরামত করার জন্য চেয়ারম্যানকে বললে চেয়ারম্যান হঠাৎ ক্ষিপ্ত হয়ে দোকানের ভাড়াটিয়া কালু এবং তার পিতা জাফর আলমকে চড় মারে। পরে বিষয়টি জাফর আলমের অন্যান্য ছেলেরা জানতে পারলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চেয়ারম্যান জাহেদকে ধাক্কাধাক্কি করে লাঞ্চিত করে।

টইটং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সর্ম্পকে অস্বীকার করেন।

Exit mobile version