parbattanews

টইটং উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি :
শিক্ষার মানউন্নয়ন, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ, অপ্রাপ্ত বয়স্ক ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যাবহার নিষিদ্ধ, ইভটিজিং, নারী নির্যতন, মানব পাচার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করনীয় শীর্ষক এক অভিবাবক সমাবেশ অনষ্টিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকাল ১০টায় টইটং উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত অভিবাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ায় দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানা অফিসার ইনসার্জ জহিরুল ইসলাম খান, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, টইটং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিল আহমদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের পরচিালনায় অনুষ্টিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল খালেক, হাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার নুরুল আনোয়ার, টইটং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের আহমদ, টইটং সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, অভিবাবক সলিমুল হক, আবুল কালাম (অবঃ বিডিআর) ও মাষ্টার জাফর আলম প্রমূখ।

মেয়াদ উত্তির্ণ হওয়ার পরও দীর্ঘ ৭ বছর ধরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি না থাকায় সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য যে গত ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়। তবে বিষয়টি নিয়ে বক্তারা সাবেক সভাপতি লায়ন মো. সানাউল্লাহকে দায়ী করেছেন। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন শিক্ষক, অভিবাবক ও বিভিন্ন শ্রেণীর পেশাজিবী মানুষ।

Exit mobile version