parbattanews

টপাটপ উইকেট পড়ছে আফগানিস্তানের

বাংলাদেশের দেওয়া পাহাড়সম টার্গেট ব্যাটিংয়ে নেমে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না আফগানিস্তান। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাচ্ছে। আবহাওয়া এখনো অনুকূলে আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান।

২ উইকেটে ৪৫ রান নিয়ে আজ শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল আফগানিস্তান। তৃতীয় ওভারেই এবাদত হোসেন সাফল্য উপহার দেন। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন নাসির জামাল (৬)।

এরপর মঞ্চে শরীফুলের আবির্ভাব। তার বলে মেহেদি মিরাজের হাতে ধরা পড়েন আফসার জাজাই (৬)। এভাবেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। বাহির শাহ (৭) শরীফুলের তৃতীয় শিকারে পরিণত হলে ২০.৫ ওভারে ৭৮ রানে তারা পাঁচ উইকেট হারায়।

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরীফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ইব্রাহিম জারদান (০)। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। দ্বিতীয় ওভারেই শিকারির ভূমিকা নেন তাসকিন। তার বলে আব্দুল মালিক (৭) ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে।

১২ রানে নেই ২ উইকেট। ষষ্ঠ ওভারে তাসকিন আহমেদের ভয়ংকর এক বাউন্সার হেলমেটে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি (১৩)। পরে অলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

Exit mobile version