parbattanews

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩০টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতেও ১৬টি ম্যাচ খেলে জয়হীন টাইগাররা। সেই আক্ষেপ মেটানোর স্বপ্ন নিয়ে এবার নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য এখনও নিউজিল্যান্ডে জয়ের দেখা মেলেনি।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে। আমি বিশ্বাস করি, আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা সেরা ক্রিকেট খেলতে পারব।’

Exit mobile version