parbattanews

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-নেদারল্যান্ড। শুক্রবার (৬ অক্টোবর) রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এই বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট পাকিস্তান। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাবর আজমের দল। অন্যদিকে শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে পিছিয়ে নেদারল্যান্ডস। তবে চমক দেখাতে প্রস্তুত তারা। তরুণ ও অভিজ্ঞ সম্পূর্ণ দল নিয়ে বিশ্বকাপে এসেছে ডাচরা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিস মত টিমকে টপকে এসেছে।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, লগান ভ্যান বিক, আরিয়ান ডুট, পল ভ্যান মিকিরিন।

Exit mobile version