parbattanews

টাইগারদের জয়ে খাগড়াছড়িতে বাঁধভাঙা উচ্ছ্বাস

11039956_784969224930700_1844429284_nনিজস্ব প্রতিনিধি:
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-সবুজের বাংলাদেশ। স্বপ্ন-পূরণের পাশাপাশি ইতিহাসেও জায়গা করে নিল টাইগাররা। টাইগারদের এই জয়ে পুরো দেশের সঙ্গে মেতেছিল খাগড়াছড়িও।

আকাশে উড়ছে বিজয় নিশান। মুখে টাইগারদের জয়গান বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে মিছিলে মিছিলে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন তারা।

সোমবার (০৯ মার্চ) শহরের শাপলা চত্বর মোড়ে সরেজমিনে এ চিত্র দেখা যায়। ক্রিকেটপ্রেমীরা এসে ভিড় করে এখানে। সন্ধ্যা ৭টার দিকে বের করা হয় মোটরসাইকেল, বাইসাইকেল ও চাঁদের গাড়ি নিয়ে জমকালো এক শোভাযাত্রা। এতে অংশ নেয় শতশত ক্রিকেটপ্রেমী।

সরেজমিনে দেখা গেছে, তাদের হাতে বাংলাদেশের পতাকা আর মুখে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান। সঙ্গে পথচারী ও অন্যরাও হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছে।রাজপথ, অলি-গলিতে জনতার চিৎকার করা স্লোগান। সেই সঙ্গে পার্টি স্প্রে ছড়িয়ে আনন্দ ভাগাভাগি।

ছেলে-বুড়ো সকলের স্লোগানে মুখর ছিল রাজপথ। ব্যবসায়ীরাও দোকানের সার্টার ফেলে রাস্তায় নেমে পড়েন। অনেকে বের করেন মোটরসাইকেল শোভাযাত্রা।

Exit mobile version