parbattanews

টাকার অভাবে চিকিৎসা বন্ধ কুতুবদিয়ার শাবানার

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত কুতুবদিয়ার সাবিনা ইয়াসমিন শাবানার চিকিৎসা বন্ধ হয়ে আছে টাকার অভাবে। দরিদ্র পরিবারে দু‘টি সন্তান সুখী (৭) ও মো. নিহানকে (৫)নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন হতভাগ্য স্বামী মোহাম্মদ হাছান।

উপজেলা সদর বড়ঘোপ ছইন্যার পাড়ার মোহাম্মদ হাছানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শাবানার ব্রেস্ট ক্যান্সার সনাক্ত হয় এক বছর আগে। বিশেষজ্ঞ চিকিৎসক তখন অপারেশন করাতে ঢাকায় নিতে বলেন। করোনার মহামারিতে ঢাকায় গিয়ে অপারেশন করানো সম্ভব হয়নি কৃষক হাছানের। ফলে ইনফেকশন ছড়িয়ে ফেটে যায় একটি স্তন। ভিটে বিক্রি করে চিকিৎসা করতে ব্যয় হয় প্রায় ৩ লক্ষ টাকা।

শাবানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ(অনকোলজিস্ট) ডা. জান্নাতুন নিছা এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তিনি পুনরায় পরীক্ষার পর তার স্ত্রীকে বাঁচাতে হলে কেমোথেরাপি চিকিৎসা দেয়ার পরামর্শ দেন। এধরণের চিকিৎসা ব্যয়বহুল। পুরো কোর্স শেষ করতে অন্তত ৪ লক্ষ টাকার প্রয়োজন হবে। এতো টাকা জোগাড় করা দরিদ্র কৃষক হাছানের পক্ষে সম্ভব নয়। তাই তিনি বিভিন্ন দপ্তরে আবেদন করছেন স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে। আশা করেন তিনি সমাজের বিভিন্ন সংগঠন, সংস্থা বিত্তবান হৃদয়বান ব্যক্তিরা আর্থিক সহায়তায় এগিয়ে আসবেন। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার ০১৮৫৬৭৬৭১১২।

Exit mobile version