Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

‘টাকা-পয়সা আল্লার দান, যত পারেন তত খান, তবে ভোট দিতে সাবধান’

ইউনিয়ন পরিষদ নির্বাচন

গুইমারা প্রতিনিধি:

‘টাকা পয়সা আল্লার দান, যত পারেন তত খান, তবে ভোট দিতে সাবধান’। প্রচার প্রচারনার শেষ মূহুর্তে এভাবেই চলছে স্লোগান সাজিয়ে মাইকিং করে ভোটারদের মন কাড়ার চেষ্টা। আগামী ৩১ই অক্টোবর অনুষ্ঠিতব্য নবগঠিত গুইমারা উপজেলার ৩ ইউনিয়ন (সিন্দুকছড়ি, হাফছড়ি ও গুইমারা সদর) পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তে প্রচার প্রচারনা এখন ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ২৮শে অক্টোবর প্রচারনার শেষ দিন থাকায় প্রার্থীরা দলবলে কোমড় বেঁধে মাঠে নেমেছে। গণসংযোগ চলছে, মাইকিং এর পাশাপাশি ভোট প্রার্থনায় পায়ে হেঁটে প্রার্থীরা ছুটছে পাহাড় থেকে পাহাড়ে। পাহাড়ী-বাঙ্গালী সবাইকে কাছে টানছে।

এবার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৮০ জন প্রার্থী বিজয়ের লড়ায়ে মাঠে প্রতিদ্বন্ধিতা করছে। গুইমারা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হরিপদ্ম ত্রিপুরা এবং ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জ্যোতি বসু ধামাই’র বিপক্ষে কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় তারা নির্বাচিত হয়েছেন।

গুইমারা সদর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মেমং মারমা নৌকা প্রতীকের সাথে লড়াই হবে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মোখলেছুর রহমানের। তবে এ দুজনের মধ্যেই বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন প্রায় টানা ৩০ বছরের চেয়ারম্যান স্বর্গীয় নগেন্দ্র নারায়ন ত্রিপুরার ছেলে নির্মল নারায়ন ত্রিপুরা। শেষ পর্যন্ত ত্রিমুখি লড়াইয়ে কার মুখে ফুটবে বিজয়ের হাসি সেই অপেক্ষায় গুইমারাবাসী।

হাফছড়ি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মাঠে লড়াইয়ে এগিয়ে আছেন গত দুইবারের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা আ’লীগের সদস্য ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর চাচা চাইথোয়াই চৌধুরী। একই ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সদস্য মো: মাহবুব আলী। তবে পাকা দুই খেলোয়াড়ের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থন নিয়ে ট্রামকার্ড হাতে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান তরুন চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। এ ইউনিয়নে শেষ পর্যন্ত অবস্থা বুঝে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উশ্যেপ্রু ও মাহবুবের একাট্টা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়না। আর তা যদি হয়ে যায় সংগোপনে তবে মাহবুবেব (ধানের শীষ) বিজয় ঠেকায় কে! গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নে একমাত্র হাফছড়ি ইউনিয়নে জাকের পাটির মনোনিত প্রার্থী হিসেবে (গোলাপ ফুল) প্রতীক নিয়ে মাঠে আছেন দু’বারের ইউপি মেম্বার মো: জামাল উদ্দীন।

সিন্দুকছড়ি ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মাঠে লাড়ছেন জেলা আ’লীগের সদস্য ও চার বারের ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী। এ ইউনিয়নে ধারের শীর্ষ প্রতীক নিয়ে জয়ের লক্ষ্যে লড়ছেন গুইমারা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দীন মুহাম্মদ। তবে বড় দু’দলের মাঝে আনারস প্রতীক নিয়ে লড়াইয়ে জন্য প্রস্তুত আঞ্চলিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক পন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেদাক মারমা। স্থানীয়দের ইঙ্গিতে আগামী ৩১ই অক্টোবর দীর্ঘ ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে পারে। তবে গহীনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসন কড়া নজরদারীতে ব্যর্থ হলে এ ইউনিয়নে অস্ত্রের মুখে ভোট যাবে ইউপিডিএফ’র প্রার্থীর পক্ষে এমন আশঙ্কা সাধারণ ভোটারদের।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গুইমারা সদর ইউনিয়নে ৯৫৫৬, হাফছড়ি ইউনিয়নে ১৩২১৮,  সিন্দুকছড়ি ইউনিয়নে ৪৬০৭ সহ গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৭৩৮১। ৩ ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোট ৩১ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট।

গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রিপন হোসেন জানান, ৩১ই অক্টেবর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে নতুন উপজেলার আওতাধীন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন