parbattanews

বান্দরবানে ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে পানির পাম্প স্থাপন উদ্বোধনে পার্বত্যমন্ত্রী

বান্দরবান জেলা শহরের পৌর এলাকায় পানি সংকট নিরসনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়ণে ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রবিবার (১০ মে) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালনাধীন ক্যচিংঘাটা পাম্প হাউজে পানি সরবরাহ সম্প্রসারিত ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করণ উন্নয়ন কাজের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী খোরশেদ আলম জানান, পৌর এলাকায় গ্রীষ্মের শুরুতে পানি সংকট মোকাবেলায় পানি সরবরাহ ব্যবস্থায় সংযোজন হলো ৪০ অশ্বশক্তির নতুন পাম্প। এতে শহরের পানির সমস্যা পূর্বের চেয়ে কমে আসবে।

বান্দরবান শহরে প্রতিদিন গড়ে ৮০ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। এই সম্প্রসারিত পানি শোধনাগার উদ্বোধনের ফলে নিত্যদিনের প্রয়োজনের ৬০% চাহিদা পূরণ হবে।

Exit mobile version