parbattanews

টানা বর্ষণে ডুবে গেছে লংগদু উপজেলার নিচু এলাকা, বাড়িঘর ছেড়েছে হাজারো মানুষ

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের টানা বর্ষণে ডুবে গেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার নিচু এলাকা। ফলে কয়েক হাজার পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। টানা বর্ষণের পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির অস্বভাবিক বৃদ্ধি অব্যাহত রয়েছে।

লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় সেখানকার পরিবারগুলো নিকট আত্মীয়-স্বজনের উঁচু বাড়ীতে এবং বিভিন্ন স্কুল, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। অনেকে পানি বন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

উপজেলার হ্রদ বেষ্টিত কাট্টলী বাজারটি পানির ঢেউয়ের আঘাতে ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। ফোরেরমুখ, সাধুর টিলা, জারুলবাগান, রাঙ্গীপাড়া, বগাচতর, ভাসাইন্যাাদম, কালাপাকুজ্জা, গুলশাখালী, গাঁথাছড়া, মাইনীমুখসহ সাত ইউনিয়নে কম বেশি বন্যায় ভাসছে। ক্ষেত ফসলের ক্ষতি হয়েছে। মৎস্য বাঁধেরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

Exit mobile version