parbattanews

টানা বর্ষণে বান্দরবান সড়কে বাড়ছে পানি

বৃহস্পতিবার বৃষ্টিপাত কম হলেও কমেনি সড়কের উপর থেকে পানি

টানা তিনদিনের মতো আজও বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারাদেশের যোগাযোগ। গত এক সপ্তাহের টানা বর্ষণ ও উজানের পানি বৃদ্ধি পেয়ে গত মঙ্গলবার ভোর থেকে বান্দরবান-কেরানীহাট সড়কের বড়দুয়ারা এলাকার প্রায় অর্ধকিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত তিন দিনের তুলনায় আজ বৃহস্পতিবার বৃষ্টিপাত কম হলেও কমেনি সড়কের উপর থেকে পানি। বরংচ বৃহস্পতিবার সকালে শঙ্খ নদীর বাজালিয়া অংশে একটি বাধঁ ভেঙ্গে শঙ্খ নদীর পানি চারিদিকে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা।

যার কারনে কেঁওচিয়া, ঢেমশা, ছদাহা, ধর্মপুর, পুরানগড়সহ পার্শ্ববর্তী বান্দরবানের নিম্ম এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এতে করে বান্দরবান সড়কে গত দুইদিনের চেয়ে বেড়েছে পানি।

এদিকে সাঙ্গু নদীর প্রবাহমান পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Exit mobile version