parbattanews

টানা ১০ দিন পর আলীকদমে বিদ্যুৎ সংযোগ

 

আলীকদম প্রতিনিধি:

ঘুর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে দশ দিন পার করলো লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। টানা এগার দিন পর পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদমে পুরোদমে বিদ্যুৎ লাইন চালু হয়  শুক্রবার বেলা ১১টায়।

যদিও বৃহস্পতিবার রাতে ১০ মিনিটের জন্য একবার বিদ্যুতের দেখা মিলেছিল। টানা এগার দিন বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের মাঝে দুর্বিষহ অবস্থা নেমে আসে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরে সীমিত পরিসরে বিদ্যুৎ চালু হলেও পানবাজার, পূর্ব পালংপাড়া, নয়াপাড়া ও রোয়াম্ভু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।

এ ব্যাপারে লামা আবাসিক প্রকৌশলী বলেন, ঘুর্ণিঝড় মোরা’য় প্রচুর পরিমাণ বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গেছে। পাশাপাশি তার ছিঁড়ে গেছে। তাদের জনবল সংকট রয়েছে। তাই লাইন মেরামত শেষে আলীকদম উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে দশ দিন লেগেছে।

Exit mobile version