parbattanews

টিকা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই: ব্রি.জে ইফতেকুর রহমান

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি) বলেন, টিকা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মোকাবিলায় দেশের মানুষদের জন্য উন্নতমানের টিকা সংগ্রহ করেছে। সকলের উচিত টিকা গ্রহণ করা।

রোববার (০৭ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি ৩০৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।।

তিনি আরও বলেন, করোনার মহামারির সময় সেনাবাহিনী এক মিনিটের বাজার কর্মসূচি, মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি পালন করেছে। শুধু তা নয় দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি), চাকমা সার্কেল চিফ ব্যরিস্টার দেবাশিষ রায়, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল ইমরান ইবনে-এ রউফ, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম (পিএসসি), সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী এবং রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চাকমা সার্কেল চিফ ব্যরিস্টার দেবাশিষ রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষদের করোনা মোকাবিলায় ৩কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। এটাই তার দুরদর্শী চিন্তাধারা। তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি কোভিড মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছেন।

দেবাশিষ রায় আরও বলেন, আমি নিজে ভ্যাকসিন নিয়েছি। আপনারা গ্রহণ করুন। ভয়ের কিছু নেই। আমাদের দেশের সরকার খুবুই উন্নতমানের ভ্যাকসিন সংগ্রহ করেছেন। সরকারের কাছে অনুরোধ করবো দেশের সকল জনগণের জন্য যেন টিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আলোচনা শেষে লেন্স কর্পোরাল জহিরুল ইসলামকে টিকাদানের মধ্যে দিয়ে সেনাবাহিনী তাদের টিকাদান কর্মসূচি শুরু করে। টিকাদান কর্মসূচি পরিচালনা করছেন, লামা সিএমএস। কার্যক্রমের দায়িত্বে রয়েছেন, মেজর ডা. রিয়াদ এবং মেজর ডা. তৌহিদ।

Exit mobile version