parbattanews

‘টিভিতে নিজেকে দেখে আঁতকে উঠেছিলাম’

পার্বত্যনিউজ ডেস্ক:

আবারও ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে পাকিস্তান। তবে ঘটনা ঘটে যাওয়ার আগে সতর্ক হয়ে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজ আহমেদ ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও সেই তথ্য নিয়ম অনুযায়ী দিয়ে দেন পিসিবিকে।  পাকিস্তানের এই অধিনায়ক জানালেন শুরুতে তথ্য দিয়ে নির্ভর থাকলেও পরে টিভিতে এ নিয়ে বহুমুখী চর্চায় এক ধরনের ভীতির মধ্যে পড়ে গিয়েছিলেন, ‘আমার যা যা করার দরকার ছিল, আমি তা করেছি। তবে তথ্য দেওয়ার সময় আমার কোনও ভয়-ডর ছিল না। কিন্তু যখন টিভিতে নিজেকে নিয়ে আলোচনা হতে দেখেছি, তখন আঁতকে উঠেছিলাম।’

ভয় পাওয়ার পেছনে কারণ ছিল সরফরাজের। যার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আসলে একটা সময় এত বেশি আলোচনা হচ্ছিল যে তখন ভয়টা বেশি লাগছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। যখন আপনি কোনও সিরিজের মধ্যে থাকবেন, তখন সব কিছু স্বাভাবিক থাকা প্রয়োজন। এখন পর্যন্ত সব কিছু ঠিকই আছে।’

দ্রুত বোর্ডের কাছে ম্যাচ পাতানোর তথ্য দেওয়ায় সরফরাজের প্রশংসা করেছেন কোচ মিকি আর্থার। কারণ কিছুদিন আগেই পাকিস্তান সুপার লিগে কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন  শারজিল খান ও খালিদ লতিফ, ‘সত্যি বলতে গেলে ছেলেটা অবিশ্বাস্যভাবেই পাল্টা জবাব দিয়েছে।  সে যতটুক করার করেছে, এর পরে তার সঙ্গে আমার কথাও হয়েছে।’

 

বাংলা ট্রিবিউন

Exit mobile version