parbattanews

টিসিবি’র পণ্য পেয়ে খুশি পাহাড়ীরা

বান্দরবানে থানচিতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ৪ ইউনিয়নের ৩ হাজার ৮শত ৮২ পরিবারকে নির্ধারিত কার্ড মাধ্যমে এর সুবিধা দেয়া হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অপ বাংলাদেশ ( টিসিবি) পন্য হিসেবে তৈল ২ কেজি, ডাল ২ কেজি, চিনি ২ কেজি মোট ৬ কেজি ৪৬০ টাকা মূল্যে ক্রয় করতে পারায় পাহাড়ে হত দরিদ্র, অসহায়, অস্বচ্ছল পরিবার গুলিতে আনন্দ অশ্রু বয়ে এনেছে।

তংক্ষ্য পাড়া বাসিন্দা হ্লামংউ মারমা বলেন, বর্তমান সরকার গরীব মানুষের জন্য কি না করেছে। আমি আমার ছেলে মেযেদের লেখা পড়া খরচ চালাইতে হিমসিম খাচ্ছি। অপর দিকে বাজারে চাল ডাল তৈল দ্রব্য গুলিতে আগুন লেগেছে। সেখানে কম মূল্য দিয়ে এ সব ক্রয় করতে স্বক্ষম হয়েছি।

থানচি হেডম্যান পাড়া বাসিন্দা ম্ংচ মারমা বলেন, আমি চক্ষু প্রতিবন্ধি ভালো করে দেখতে পায় না। আমাকে প্রতিবন্ধি ভাতা, শীতকালীন কম্বল, ভিজিডি, ভিজিএফ সুবিধা দিয়েছে। তাই একটু স্বচ্ছল অবস্থানে আছি। এবার টিসিবি পণ্য সুবিধা পেয়েছি। আমি প্রধান মন্ত্রীকে হাজার বছর বেঁচে থাকার জন্য মন থেকে দোয়া করি।

রবিবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলা গোল ঘর উপজেলা গ্রন্থাগার প্রাঙ্গনে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আতাউল গনি ওসমানি। এ সময় সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচিসদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, ১২৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্যা হ্লাহ্রায়ি মারমা, ৪৫৬ ওয়ার্ডে সদস্যা নুচিংপ্রু মারমা, ৭৮৯ ওয়ার্ডে সদস্যা রিংকো ম্রো, মেম্বার ডেভিট ত্রিপুরা, শৈখ্যাইঅং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে ৩৮৮২ জন কার্ডধারী টিসিবি’র বিশেষ ট্রাকসেল পন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত ক্রয় করতে পারবেন। দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের ২২ মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি।

Exit mobile version