parbattanews

টুয়াকের নির্বাচন সম্পন্ন: আনোয়ার সভাপতি, টিটু সম্পাদক

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নির্বাচন মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যটন শহরের মোটেল লাবনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আনোয়ার কামাল সভাপতি এবং একেএম মুনিবুর রহমান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, হোসাইন ইসলাম বাহাদুর সিনিয়র সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), তোফাইল উদ্দিন চৌধুরী সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ইফতেকার চৌধুরী সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মো. আল আমীন বিশ্বাস (তুষার) যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আরিফ সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), নুরুল আলম রনি অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক ফারুক আজম, আকতার নূর সহ-সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), তৌহিদুল ইসলাম (তোহা) পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মো. ইদ্রিস আলী আইসিটি, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মো. হানিফ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মোহাম্মদ মুসা প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সদস্য মো. জামাল উদ্দিন, শাহ আলম ও সুলতানুল হক সাইফ।সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। শেষে আনুষ্ঠানকিভাবে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুর।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, রেস্তোরাঁ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ২০২১-২০২২ সালের টুয়াকের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯৪ জন। কাস্ট হয়েছে ৯১টি।

Exit mobile version