parbattanews

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৯ সদস্যের একটি জাপানি প্রতিনিধি দল।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় টেকনাফের লেদা ২৪ নং ও শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প এবং হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা পরিদর্শনে আসেন এই দলটি।

এই দলের সদস্যরা হচ্ছেন জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব কায়াশিমা ওয়াতারু, তৃতীয় সচিব শিমুরা কাতসুমি, ন্যাশনাল গ্রেজুয়েট ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ (জিআরআইপিএস)” অধ্যাপক উনোও ইজুমি, কেইসেন বিশ্ববিদ্যালযের অধ্যাপক ওহাশি মাসাকি, জাপানের আন্তর্জাতিক উন্নয়ন কেন্দ্র”র (আইডিসিজে) সিনিয়র গবেষক মিসেস নাগাও তাকাসুজি মানা, মিসেস কাসাই (কোমাতসুবারা), ইয়োকো, গবেষণা সহকারী বাবুল আকতার, ইসহাক মিয়া সোহেল এবং দোভাষী আবদুল্লাহ।

জাপানি প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সকাল ১০ টা পৌঁছে প্রথমে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল (দরগাহ পাড়া পেট্রোল পাম্পের পাশে) এলাকায় আইওএম’র (IOM) এর তত্ত্বাবধানে পরিচালিত ব্যাম্বু ট্রিটমেন্ট প্লান্ট (Bamboo Treatment Plant) পরিদর্শন করেন।

পরে টেকনাফের লেদা ২৪ নং ক্যাম্পের সি/৯ ব্লকে অবস্থিত গত ১৯ এপ্রিলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুটি বাঙালি পরিবারের ঘর পরিদর্শন করেন।

লেদা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল নয়াপাড়া-শালবাগান ২৬ নং ক্যাম্পের ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে ক্যাম্প ইনচার্জ ( সিআইসি) মো. আব্দুল হান্নান ও সহকারী সিআইসি মোস্তাক আহমেদ প্রতিনিধি দল কে স্বাগত জানান।

উক্ত প্রতিনিধি দল ২৬ নং ক্যাম্পের বি/১ ব্লকে অবস্থিত এনজিও অ্যাকশন এইড( Action Aid) পরিচালিত “কমিউনিটি সেন্টার” এ রোহিঙ্গা ভলান্টিয়ারদের সাথে মতবিনিময় সভা করেন।

প্রতিনিধি দল বি/১ ব্লকে অবস্থিত অ্যাকশন এইড ( Action Aid) পরিচালিত লাইভলীহুড প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন পণ্যের উৎপাদন ও বিপণন সম্পর্কে খোঁজ খবর নেন। বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল দুপুরে টেকনাফ ত্যাগ করেন।

Exit mobile version