parbattanews

টেকনাফের হ্নীলায় ৩ কৃষক ‘মুক্তিপণ দিয়ে’ ফিরেছেন জিম্মিদশা থেকে

এ ক্ষেত থেকেই তাদের অপহরণ করা হয়

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৪ জনের মধ্যে ৩ জন ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। তিনজন ছাড়া পেলেও আব্দুস সালাম নামে অন্য কৃষককে মুক্তিপণের দাবিতে এখনও জিম্মি করে রাখা হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর তারা ঘরে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

ফেরত আসা ৩ জন হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম। অপহরণের ঘটনায় এখন পর্যন্ত ফেরত আসেনি একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম।

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, এ ৩ জন কিভাবে মুক্তিপণের ৬ লাখ টাকা পরিশোধ করেছেন স্বজনরা এ বিষয়ে কিছু বলছে না। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ৩ জন ঘরে ফিরেছেন। স্বজনরা জানিয়েছে, ৬ লাখ টাকা পাঠানোর পরে তারা মুক্তি পেয়েছে।

চেয়ারম্যান বলেন, ‘সালামের পরিবার ধনী হওয়ায় আরও বেশি টাকা দাবি করার কথা বলা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত অপহরণ নিয়ে স্বজনরা বিস্তারিত তথ্য দিতে রাজি হচ্ছে না।’

খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করলে দুবৃর্ত্ত দল ক্ষুদ্ধ হয়ে ভিকটিমদের উপর জাহেলি যুগের কায়দায় নির্মম নির্যাতন চালায়। এই বিষয়ে অপহৃতদের পরিবার মুখ খুললে ভিকটিমদের প্রাণনাশের হুমকি দেওয়ায় মিডিয়ার সামনে কেউ কথা বলছেনা।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিমের অফিসিয়াল মোবাইল রিসিভ না হওয়ায় সত্যতা নিশ্চিত করা যায় নি।

উল্লেখ্য, রোববার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত এ চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এ চারজনসহ গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

Exit mobile version