parbattanews

টেকনাফের ৩ ইয়াবা কারবারী গ্রেফতার, চকরিয়ায় ২২শত ইয়াবা উদ্ধার


চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকা থেকে টেকনাফের তিনজন ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের পাঁয়ুপথ দিয়ে একে একে বের করা হয় পলিথিনে মোড়ানো ইয়াবার ৪৪টি পুটলি। পরে গুনে পাওয়া যায় প্রায় ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানার পুলিশের একটি দল তিন ইয়াবা কারবারীকে গ্রেফতার করেন।

গ্রেফতাকৃতরা পুলিশকে জানিয়েছেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার ইয়াবা কারবারী কুতুব উদ্দিনের কাছে বিক্রির জন্য এসব ইয়াবা তারা পেটের ভেতর করে বহন করে খুটাখালীতে এসেছিল। তবে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যায় ইয়াবার ক্রেতা কুতুব উদ্দিন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানায়।

গ্রেফতাকৃত টেকনাফের তিন ইয়াবা কারবারী হলেন বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা আবদুল মান্নানের ছেলে মো. জুনাইদ (২০), একই এলাকার মৃত মো. কাশেমের ছেলে মো. বিন আমিন (২৭) ও কবির আহমদের ছেলে আতিক উল্লাহ (১৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘টেকনাফের এই তিন ইয়াবা কারবারী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা এসব ইয়াবা খুটাখালীর ইয়াবা কারবারী জনৈক কুতুব উদ্দিনের কাছে বিক্রির জন্য নিয়ে আসে। এ ব্যাপারে কুতুব উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।

Exit mobile version