parbattanews

টেকনাফে অবৈধ বালু বিক্রয়ে চায়না কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা

টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে চায়না হারবার কোম্পানিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জুন) বিকাল ৫.০০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

সাবরাং টুরিজম পার্কের বালু অবৈধভাবে বিক্রয় করার দায়ে এ জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী জানান, পার্কের বালি অবৈধভাবে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযানে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবরাং ট্যুরিজম পার্কের বালু অবৈধভাবে বিক্রয় করার দায়ে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির অফিসার ফয়সাল ডিউককে ২ লাখ ৫০ হাজার (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, জরিমানা আদায় হওয়ায় কারাদন্ড ভোগ করতে হয়নি অভিযুক্ত ব্যক্তি কে।

Exit mobile version