parbattanews

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ৫১ লাখ টাকার ইয়াবা ও বিদেশী মদ (বিয়ার) উদ্ধার করেছে
কোস্টগার্ড।

শনিবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফ থানার অন্তর্গত দমদমিয়া সাইরং খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, ১৪ জুলাই ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি টিম নদীতে টহলের সময় টেকনাফ থানার অন্তর্গত দমদমিয়া সাইরং খাল এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিচ ইয়াবাসহ ২০০ ক্যান আন্দামান সিংহা বিদেশি বিয়ার উদ্ধার করে।

এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা দ্রুত জঙ্গলের ভেতর পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ারের আনুমানিক মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ারগুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এই বিষয়ে কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী’।

Exit mobile version