parbattanews

টেকনাফে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ১

আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবক হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নুর আলমের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০) বলে জানা যায়।

শনিবার ভোর রাতে ঝিমংখালী বিওপির বিজিবি সদস্যরা ক্যাম্পের নিয়মিত টহলে থাকাকালে ঝিমংখালী গ্রামের ভিতরে একদল যুবকের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় ওই যুবকের কাছে একটি দেশীয় তৈরী বন্দুক, কার্তূজ, চাকু এবং হাতুরী পাওয়া যায়। এরপর তাকে আটক করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছিল বলে সূত্র জানায়। অপরদিকে সাবরাং বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আলুগোলার প্রজেক্ট এলাকায় ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো: আবুজার আল জাহিদ আটকের সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version