parbattanews

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুইজন রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন সদস্যরা। এরা হলো উনচিপ্রাং ক্যাম্পের ডি/৪ ব্লকের ১৪৮ নং ঘরের আলী জোহারের ছেলে আব্দুল্লাহ (২০) ও বি/৬ -ব্লকের ১২২২ নং ঘরের ইউসুফের ছেলে মো. ইয়াকুব (২৩)।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোররাত পৌনে ৩ টার সময় টেকনাফ উনচিপ্রাং ২২ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, বৃহস্পতিবার (৭ জুলাই) ভোররাতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল্লাহ ও মো. ইয়াকুবকে উনচিপ্রাং ক্যাম্প থাকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদা উদ্ধার করা হয়। তারা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাখে জড়িত রয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসপি তারিকুল ইসলাম তারিক।

Exit mobile version