parbattanews

টেকনাফে আগামী ১৯, ২২ ও ২৩ জুলাই টাস্কফোর্স অভিযান

টেকনাফ প্রতিনিধি: 
আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির গতকালের সভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ পৌর প্যানেল মেয়র-১ মাওঃ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন ও তাহেরা আক্তার মিলি, সহকারী কমিশনার (ভুমি) সেলিনা কাজী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তার হোসেন, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান মাওঃ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাসেম, বিজিবি’র কোম্পানী কমান্ডার মোঃ জাকারিয়া, কমিটির সদস্য আলহাজ্ব জহির হোসেন এমএ, আলহাজ্ব সোনা আলী, হ্নীলার আলহাজ্ব সিরাজুল মোস্তফা সিকদার বক্তব্য রাখেন। এতে সরকারী কর্মকর্তা, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টেকনাফ উপজেলায় আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার, মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সভায় ইউপি চেয়ারম্যানগণের অসহযোগিতায় এখনও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

Exit mobile version