parbattanews

টেকনাফে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

teknaf-news-pic-13-10-16-3-copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বর হতে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘দূর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে’ শ্লোগানে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফছারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শফিউল আলম বলেন, দূর্যোগ মোকাবেলার অন্যতম পূর্বশর্ত হলো দূর্যোগ সম্বন্ধে পূর্ব ধারণা থাকা। দূর্যোগ থেকে পরিত্রাণ পেতে সঠিক নিয়মে ঘরবাড়ি নির্মাণ ও সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।

Exit mobile version