parbattanews

টেকনাফে ‘আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের’ সদস্য গ্রেপ্তার

IMG_2425

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের’ সদস্য মোঃ আনসার উল্লাহ্ (৩১) কে আটক করেছে র‌্যাব-৭ (কক্সবাজার)। আটক ব্যক্তি রোহিঙ্গা’র নাগরিক।

বুধবার বিকাল ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার বুচিদং এলাকার মো. জাফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন বলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার মোহাম্মদ রাসেল (৩০) নামের এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করে গ্রেপ্তার আনসার উল্লাহ’র মানবপাচারকারী চক্রের সদস্যরা। মালয়েশিয়ায় পৌঁছার পর থেকে সেখানে তাকে আটকে রেখে পাচারকারী চক্র মুঠোফোনে তার পরিবারের লোকজনের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় রাসেলের পরিবারের লোকজন গ্রেপ্তার আনসার উল্লাহ’র ব্যক্তিগত অবৈধ একাউন্টে ৫ লাখ টাকা প্রেরণ করে।

এনিয়ে মালয়েশিয়ায় পাচারের শিকার রাসেলের এক ভাই বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা আনসার উল্লাহ টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২ টি মানবপাচার মামলা রয়েছে।

Exit mobile version