parbattanews

টেকনাফে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষককে বহিষ্কার

16652690_656081194594482_858032693_n
টেকনাফ প্রতিনিধি :
২০১৭ সালের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করার সময় সহযোগিতার দায়ে নুরুল ইসলাম নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষক টেকনাফ সদর ই্উনিয়নের লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি ইংরেজি ২য়পত্র পরীক্ষা চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহম্মদ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এসময় ওই শিক্ষকের কক্ষে প্রবেশ করলে ৪০ নম্বর উত্তর সম্বলিত প্রশ্ন কপি পায়ের নিচে ফেলে দেয়। এটি সহকারী কমিশনার (ভূমি)‘র চোখে পড়ে নম্বরপত্রটি উদ্ধার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা ও বহিষ্কার করা হয়। একই সাথে এ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহম্মদ জানান, পরিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার কাজে সহযোগিতা করায় এক শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা ও বহিষ্কার করা হয়েছে।

Exit mobile version