parbattanews

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক-২

আটক

টেকনাফ প্রতিনিধি:
নাফ নদীর কিনার থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানামারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার ভোরে সদর বিওপির বিজিবির একটি বিশেষ টিম টেকনাফ পুরাতন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান-গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির সদস্যরা অভিযানে গেলে ইয়াবা পাচারকারী তিনজন ইয়াবার প্যাকেট ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার সময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব মংডু এলাকার মৃত মুহাম্মদ কবির পুত্র আয়াজ উদ্দিন(২২) ও তাজর মুল্লুকের পুত্র জহির আহমদ(৪০)। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে এবং ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version