parbattanews

টেকনাফে চাঁন্দের গাড়ী চাপায় স্কুল ছাত্রী নিহত

teknaf news pic 16-7-16 (1) copy

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে চাঁন্দের গাড়ীর চাপায় তসলিমা বেগম (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। সে ইসলামাবাদ এলাকার জাফর আলম মিস্ত্রীর মেয়ে ও টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফ লেঙ্গুর বিল সড়কে (জাফর আহমদ চেয়ারম্যানের বাসার সামনে) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন স্কুল ছাত্রী রিক্সা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে টেকনাফ থেকে শামলাপুরগামী দ্রুতগামী একটি জিপ গাড়ী রিক্সায় ধাক্কা দিলে নিহত তসলিমা আক্তার পড়ে যায় এবং জীপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক চালককে আটক করা যায়নি তবে গাড়িটি আটক করা হয়েছে।

Exit mobile version