parbattanews

টেকনাফে চোরাই কাঠ উদ্ধার, আটক ১

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং বনবিভাগ অভিযান চালিয়ে ২০০৪-০৫ সনের সামাজিক বনায়নের চোরাই কাঠ উদ্ধার করেছে। এ সময় হোয়াইক্যং লম্বাবিল গ্রামের মৃত নাজির হোসেনের পুত্র মোঃ শফিকের বাড়িতে কাঠ পাওয়ায় তাকেও আটক করে। জানা গেছে, ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কাঠ সংরক্ষিত আছে খবর পেয়ে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের নেতৃত্বে রইক্ষ্যং বিট অফিসার মোঃ মনিরুল ইসলামসহ বনকর্মীরা অভিযান পরিচালনা করে ৩ বাড়ি থেকে ৭৪ ঘনফুট সামাজিক বনায়নের আকাশমনি চোরাই কাঠ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় হোয়াইক্যং পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। অভিযানে ফিরোজ আহমদ চৌধুরীসহ অসংখ্য উপকারভোগী অংশ নেন।

হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিন বলেন, আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে রইক্ষ্যং বিট অফিসারকে বাদি করে যাদের বাড়িতে সামাজিক বনায়নের কাঠ পাওয়া গেছে তাদের জন্য মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি উপকারভোগীর সহায়তা কামনা করেন।

Exit mobile version