টেকনাফে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

fec-image

কক্সবাজার টেকনাফে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে (৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ২ ও কাউন্সিলর হাফেজ এনামুল হাছান ও.উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থান নারী ও শিশুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নির্ভুল জন্ম-মৃত্যু তথ্যভান্ডার গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন