parbattanews

টেকনাফে টর্চ লাইটের আঘাতে রোহিঙ্গার মৃত্যু, আটক ১০

টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে টর্চ লাইটের আঘাতে মো. শাকের (৪৫) নামের রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মো. শাকের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক- সি, শেড নং- ৮৯২/১ এর আবু তালেবের ছেলে। হত‌্যাকা‌ণ্ডে জ‌ড়িত সন্দেহে ১০ জন‌কে আটক করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকে মো. এনামত প্রকাশ এনাম ও মো. শাকেরকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর ও মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে। ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্প অভ্যন্তরে নিয়োজিত টহলরত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নয়াপাড়া এ‌পি‌বিএন ক্যাম্পের একা‌ধিক টিম ও টেকনাফ থানা পুলিশ সম্ভাব্য সকল স্থা‌নে যৌথ অ‌ভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সা‌থে জ‌ড়িত সন্দেহে ১০ জন‌কে আটক করে।

মৃত শাকেরের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক।

Exit mobile version