parbattanews

টেকনাফে টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে বাবা-মেয়ের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে মোহাম্মদ সেলিম (৪০) ও তার মেয়ে টিসু মনি (৩) মারা গেছে। তবে এ ঘটনায় তার স্ত্রী ও এক ছেলে জীবিত রয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, রাতে ভারী বর্ষণ ও বজ্রপাতের সময় হঠাৎ করে একটি গাছসহ পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে মাটির ঘরের অংশবিশেষ মাটি ও গাছ চাপা পড়ে। ওই অংশে বাবা মোহাম্মদ সেলিম ও তার মেয়ে টিসু মনি ঘুমিয়ে ছিল। পাহাড়টির কোনো নাম না থাকলেও পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকা নামে পরিচিত। পাহাড়টির পাদদেশে কিছু বসতঘর নির্মাণ করে স্থানীয় লোকজন বসবাস করে আসছিল। পরে স্থানীয় লোকজন দ্রুত এসে বাবা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, নিহত দু’জনের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

Exit mobile version